প্রিন্ট এর তারিখঃ Jul 27, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 15, 2025 ইং
মধুপুরে হাটবাজার ও নার্সারিতে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধবংস করেছে প্রশাসন

স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মধুপুরে ইউক্যালিপটাস ও আকাশমনি ধ্বংসে হাট বাজার ও গ্রামের নার্সারিতে প্রশাসন অভিযান চালিয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে মধুপুর হাটবাজারে ও কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর গ্রামের ছয়টি নার্সারিতে তিন লক্ষ ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা অভিযানে কুপিয়ে ধ্বংস কার্যক্রম করা হয়েছে। অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা। ধার দেন ঋণ করে গড়ে তোলা গাছ ধ্বংস করায় কৃষক, নার্সারি ব্যবসায়ীরা সরকারে কাছে প্রণোদনা বা ক্ষতিপূরণের দাবি জানান
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ইউক্যারিপটাস ও আকাশমনি প্রজাতির গাছ পরিবেশ বিদ্বেষী। এসব গাছে পাতা ফুল ফল পরিবেশের জন্য ক্ষতিকর। এ জন্য সম্প্রতি সরকার এ উভয় প্রজাতির গাছের চারা উৎপাদন ক্রয় বিপনন পরিবহন নিষিদ্ধ করেছে। এ কার্যক্রমের সারা দেশে সরকারি নির্দেশনা মোতাবেক অভিযান চলছে।ধ্বংস করা হচ্ছে সকল কার্যক্রম। এরই অংশ হিসেবে ১৫ জুলাই মঙ্গলবার দুপুরে মধুপুরের বিভিন্ন হাট বাজার ও নার্সারিতে অভিযান ও ধ্বংস কার্যক্রম করা হয় তিন লক্ষাধিক নিষিদ্ধ গাছের চারা ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, নার্সারি উন্নয়ন সংস্থার সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আবু হানিফ,সহসাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ নার্সারি ব্যবসায়ী,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com