প্রিন্ট এর তারিখঃ Jul 27, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 15, 2025 ইং
একরাতেই রুমি হয়ে গেলো রাফি, এলাকায় চাঞ্চল্য

কামাল হোসেন
কিছুদিন আগেও পরিচিত ছিলো রুমি নামে। সহপাঠীদের সাথে একত্রে স্কুলে যেতো, বসতো মেয়েদের সাথে। কিন্তু মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হয়ে বর্তমানে রাফি আহমেদ নিলয় নামে পরিচিত সে। চলাফেরা করছেন গ্রামের যুবকদের সাথে, নামাজ আদায় করছেন মসজিদে গিয়ে। শুনে আশ্চর্য মনে হলেও এমনই অলৌকিক ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইলে।
এদিকে ছেলেতে রূপান্তরিত হওয়ার পর থেকে তার চেহেরা, শারীরিক গঠন, কথাবার্তা ও আচার আচরণেও এসেছে পরিবর্তন। তাকে দেখার জন্য দূরদূরান্ত থেকে শত শত লোকজন ভীড় করছেন বাড়িতে। হরমোনজনিত কারনে এমনটা হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জানা যায়, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের পুরাবাসা গ্রামের রফিকুল ইসলাম ও হাজেরা বেগমের মেয়ে রুমি। এক ভাই দুই বোনের মধ্যে সে সবার ছোট। স্থানীয় দারোগালী নগর সুন্দইল উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণিতে পড়ুয়া রুমির জন্য নিয়মিত আসতে থাকে বিয়ের প্রস্তাব। মেয়ে বড় হওয়ায় পাত্রের সন্ধান করতে থাকেন বাবা রফিকুল ইসলাম। তবে কোনভাবেই বিয়েতে রাজি হচ্ছিলনা রুমি। রাজি হবেই বা কেমন করে। একবছর আগের থেকেই তার শারীরিক পরিবর্তন ঘটতে থাকে। কিছুদিন আগে সে বিষয়টি তার নানাকে খুলে বলে। ওই সময় থেকেই রুমির মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হওয়ার বিষয়টি নিশ্চিত হয় পরিবার। বর্তমানে সে পূর্নাঙ্গ ছেলেতে রূপ নিয়ে নাম রাখা হয়েছে রাফি আহমেদ নিলয়। পরিবর্তন এসেছে চেহেরা, কথাবার্তা, চালচলন ও আচার-আচরণেও। পারিপার্শ্বিক নানা সমস্যার কারণে আপাতত বিদ্যালয়ে যাওয়া বন্ধ রয়েছে তার। তবে নিয়মিত মসজিদে গিয়ে নামাজ আদায় করছে রাফি। চলাফেরা করছে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সবার সাথে।
রুমি ওরফে রাফি আহমেদ নিলয় জানায়, সখীপুরের ফাইলার পাগলার মেলা থেকে ফিরে একরাতেই তার এমন হয়েছে। বিয়ের প্রস্তাব আসায় সে তার নানাকে সব খুলে বলে। প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে তা প্রকাশ করে। বড় হয়ে চাকরি করে পরিবারের হাল ধরার ইচ্ছে তার।
বাবা রফিকুল ইসলাম জানান, মেয়ে বড় হওয়ায় গত একবছর ধরে বিয়ের জন্য চাপ দিতে থাকি। কিন্তু সে ( রুমি ওরফে নিলয়) কিছুতেই রাজি হচ্ছিলো না। পরে ওর নানার কাছ থেকে ঘটনা জানতে পারি। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাই। ডাক্তারও ছেলে হওয়ার কথা জানান। এখন ওকে নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছি। বর্তমানে ওর নাম দেয়া হয়েছে রাফি আহমেদ নিলয়। সকলের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি।
স্থানীয়রা জানান, রুমি মেয়েদের সাথে নিয়মিত স্কুলে যেতো। মিশতো তাদের সাথেই। কিছুদিন আগে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হওয়ার বিষয়টি শুনে তার বাড়িতে গিয়ে বিষয়টি নিশ্চিত হন তারা। নাম দেয়া হয়েছে রাফি আহমেদ নিলয়। সে এখন গ্রামের সকল ছেলের সাথে ঘুরে বেড়ায়, মসজিদে নামাজ আদায় করতে যায়। প্রতিদিন লোকজন ভীড় করায় একটু লজ্জাও পায় সে। নিলয়ের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন তারা।
এ বিষয়ে ধলাপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সরোয়ার রিজভী বলেন, রুমি ওরফে নিলয়ের বাড়িতে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশ পাঠিয়ে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিবারটিকে সব ধরনের সহযোগিতা করা হবে।
সার্জারী বিভাগের ডাক্তার মোহাম্মদ ইছহাক আলী বলেন, সাধারণত হরমোনজনিত কারনে এমনটা হতে পারে। তবে এর সংখ্যা খুবই কম।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com