প্রিন্ট এর তারিখঃ Jul 27, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 21, 2025 ইং
ঢাকায় স্কুলে বিমান বিধ্বস্ত ॥ হতাহত অনেক

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়েছে। সেনাবাহিনীর আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপির জানিয়েছে, সোমবার বেলা ১টা ছয় মিনিটে এফ-৭ প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে।
রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর মারা গেছেন। সোমবার (২১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছে বলে জানা গেছে।
এই ঘটনায় রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই আগুন ধরে যায়। মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, ‘বিদ্যালয় শাখার ক্যানটিন লাগোয়া একটি ক্লাসরুমে বিমান বিধ্বস্ত হয়। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। কলেজ কর্তৃপক্ষকেও ঘটনাস্থলে যেতে দেওয়া হচ্ছে না। শিক্ষাপ্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার সময় সেখানে কোচিং ক্লাস ছুটি হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এই সময় প্রায় ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী ছিল।
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আশপাশের বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের অন্তত ৯টি এবং দুই প্লাটুন বিজিবি এবং সেনাবাহিনী উদ্ধার কাজে অংশ নিয়েছে।
বিমানটিতে আগুন ধরে যাওয়ায় অনেকে দগ্ধ হয়েছেন। উধ্বারকৃতদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ অন্তত ৩টি হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও অনেককে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বার্ণ ইউনিটে ভর্তিকরা আহতদের অধিকাংশই শিক্ষার্থী।
আহতদের মধ্যে বার্ণ ইনস্টিটিউটের ভর্তি তালিকায় ২৮ জনের নাম রয়েছে তারা হলেন শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি, মেহেরিন (১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন (১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয় (১৪) সামিয়া।
মর্মান্তিক এই দুর্ঘটনায় দেশজুড়ে সব মানুষের হৃদয় ভেঙ্গে গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com