প্রিন্ট এর তারিখঃ Jul 27, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 21, 2025 ইং
ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী টাঙ্গাইলে উদ্ধার ॥ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার
ঠাকুরগাঁও থেকে অপহৃত কিশোরীকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব। রোববার গভীর রাতে র্যাব ১৪ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি ৩এর সদস্যরা তাকে উদ্ধার এবং অপহরণে জড়িত রিয়াদকে গ্রেপ্তার করে। র্যাব ১৪ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি ৩ এর কমান্ডার মো. কাওসার বাঁধন সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত যুবক মোহাম্মদ রিয়াদ (১৯) ঠাকুরগাঁও জেলার সদর থানার খালপাড় ভিআইপি মোড়ের মোশাররফ হোসেনের ছেলে।
র্যাব জানায়, স্কুলে যাওয়া-আসার পথে ১৪ বছর বয়সি কিশোরীকে প্রায়ই কু-প্রস্তাব দিয়ে আসছিল রিয়াদ। গত ১জুন ভুক্তভোগী কিশোরী তার বাসার সামনে রাস্তায় বের হলে প্রেমের প্রলোভন দিয়ে জোরপূর্বক ভুক্তভোগীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান রিয়াদ। এই ঘটনায় কিশোরীর ভাই বাদি হয়ে ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বোনকে অপহরণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। র্যাব বিষয়টি আমলে নিয়ে কিশোরীকে উদ্ধার অভিযানে নামে। রোববার গভীর রাতে মির্জাপুরের গোড়াই এলাকার মেঘনা ফ্যাক্টরির নিকট থেকে কিশোরীকে উদ্ধার ও অপহরণে জড়িত রিয়াদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিয়াদ ও উদ্ধারকৃত কিশোরীকে ঠাকুরগাঁও থানায় প্রেরণ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com