প্রিন্ট এর তারিখঃ Jul 27, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 21, 2025 ইং
মধুপুরে প্রতারণার অভিযোগে বীজ কোম্পানীকে দুই লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মধুপুরে সাধারণ বীজকে উন্নত জাতের বীজ হিসেবে বিক্রির অভিযোগে আয়েশা সীড কোম্পানীকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার ২১ জুলাই দুপুরে মধুপুর পৌরসভার বাসাবাড়ী মার্কেটে বীজের দোকানে অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন ওই কোম্পানী মালিককে এই জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন জানান, মধুপুর কৃষি সমৃদ্ধ এলাকায়। এই উপজেলায় প্রচলিত ধান, গম, ভুট্টার পাশাপাশি পেঁপে, শসা, ঢেড়সসহ শতাধিক জাতের ফল, ফসল ও সবজি উৎপাদিত হয়। কৃষকরা সবজি, ফল ও ফসলের বীজ বিভিন্ন বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠান থেকে ক্রয় করে ফসলী মাঠে বপন করে থাকেন। এই সুবাদে অসাধু ব্যবসায়িরা সাধারণ বীজ সংগ্রহ করে উন্নত জাতের বীজের কোম্পানীর মোড়কে প্যাকেটজাত করে বিক্রির অভিযোগ উঠে। আমরা অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করি।
মোবাইল কোর্ট পরিচালনার সময় কৃষকদের সাথে আয়েশা সীড কোম্পানির প্রতারণা ধরা পরে। তারা সাধারণ বীজ উন্নত ব্র্যান্ডের মোড়কে প্যাকেট করে বিক্রি করছিলেন। কৃষকদের সাথে প্রতারণার অপরাধে কোম্পানির মালিক মো. রমজান আলীকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা বীজ প্রত্যয়ণ কর্মকর্তা মো. আরিফুর রহমান, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল, স্যানেটারী ইন্সপেক্টর শাহিদা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com