ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের ঘাটাইলে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ময়মনসিংহ ডিভিশনাল অফিসের আওতাধীন ঘাটাইল জোনাল অফিসে অনুষ্ঠিত হলো এক জমজমাট ও প্রাণবন্ত পুরস্কার প্রশিক্ষণ ও উন্নয়ন সভা।
সভায় সভাপতিত্ব করেন ঘাটাইল জোনাল অফিসের ইনচার্জ ও সহকারী এজেন্সি ডিরেক্টর মোঃ শিবলু মিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা ও সিইও মোহাম্মদ নুরুল ইসলাম, তিনি বলেন “আপনাদের নিষ্ঠা, পরিশ্রম ও লক্ষ্যে অবিচল থাকার ফলেই আজকের এই অর্জন। বেস্ট লাইফ পরিবার গর্বিত আপনাদের নিয়ে। সামনে আমাদের পথ আরও দীর্ঘ আমরা চাই, আপনারাই হোন আগামীর নেতৃত্বদাতা। চলুন, একসাথে দেশের প্রতিটি প্রান্তে সুরক্ষার আলো ছড়িয়ে দিই।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ময়মনসিংহ ডিভিশনের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম হাসান জামাল। তিনি বীমা পেশার সম্ভাবনা ও দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে বলেন—“বীমা শুধু একটি চাকরি নয়—এটি একটি জনসেবা। আমরা যে প্রতিটি গ্রাহকের পাশে থাকি, তা তাদের স্বপ্ন আর নিরাপত্তার ভিত গড়ে তোলে। আত্মবিশ্বাস, সততা এবং নিরলস প্রচেষ্টাই পারে আপনাকে একজন সফল বীমা পেশাজীবীতে পরিণত করতে।”
উক্ত অনুষ্ঠানে ইউনিট ম্যানেজার, নতুন কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন,বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ঘাটাইল জোনের কর্মী মোঃ কামরুজ্জামান ভূইয়া ।