প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 29, 2025 ইং
টাঙ্গাইল ও জামালপুরে পাগলা শিয়ালের কামড়ে ২৩ জন আহত

ভ্রাম্যমাণ প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুর ও ধনবাড়ী এবং জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পাগলা শিয়ালের কামড়ে ২৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৩জন সরকারি হাসপাতালে এবং অবশিষ্টরা সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র এবং বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেয়।
ধনবাড়ী উপজেলার মুশুদ্দী ইউনিয়নের কেরামজানি গ্রামের কৃষক আবুল হাসান জানান, গত রবিবার রাতে একটি পাগলা শিয়াল গ্রামের ২জনকে কামড়ায়। পরবর্তীতে শিয়ালটি গোপালপুর উপজেলার কড়িয়াটা ও ভেঙ্গুলা গ্রামের দিকে চলে যায়। আজ রবিবার সকালে ক্ষ্যাপা শিয়াল কড়িয়াটা, ঘোড়ামারা ও ডাকুরি গ্রামের কয়েক গবাদি পশুকে কামড়িয়ে হরিষা গ্রামে যায়। সেখানে নারী ও শিশুসহ সাতজনকে কামড়ায়। ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন। একই ইউনিয়নের সংরক্ষিত আসনের মেম্বার সাবেরা নাসরীন জানান, হরিষা গ্রামে শিয়ালের কামড়ে আহতরা সবাই দরিদ্র ও খেটে খাওয়া মানুষ। ভ্যাকসিন কিনে চিকিৎসা করার সামর্থ্য নেই। এ জন্য আহতদের গোপালপুর উপজেলা হাসপাতালে পাঠানো হয়। সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের সাবেক মেম্বার নজরুল ইসলাম জানান, হরিষা গ্রাম পাড়ি দিয়ে পাগলা শিয়াল মেইয়াসহ আশপাশের কয়েক গ্রামের ১০/১২জনকে কামড়ায়। তারপর সেটি গোপালপুর উপজেলার সোনামুই গ্রামে প্রবেশ করে। যাকে সামনে পেয়েছে পাগলা শিয়াল তাকেই কামড়িয়েছে। গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খায়রুল ইসলাম জানান, হাসপাতলে কোন ভ্যাকসিন নেই। শিয়ালের কামড়ে আহতদের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা দেয়া হয়। দোকান থেকে কিনে আসা ভ্যাকসিন পুশ করা হয়। কেউ বিনামূল্য ভ্যাকসিন চাইলে তাদেরকে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হবে। ধনবাড়ী, গোপালপুর ও সরিষাবাড়ী উপজেলার বেসরকারি ক্লিনিক সুত্রে জানানো হয়, সেখানে মোট ১৭ জনকে কিনে আনা ভ্যাকসিন পুশ করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com