প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 2, 2025 ইং
টাঙ্গাইলে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্বরণে টাঙ্গাইলে “জুলাইয়ের মায়েরা" অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে।
আজ শনিবার (২ আগস্ট) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্বরণে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "জুলাইয়ের মায়েরা" অভিভাবক সমাবেশে ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান।
অনুষ্ঠানে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ আক্তার, আন্দোলনে নিহত শহীদ মারুফের মা মোরশেদা বেগম, শহীদ ইমনের মা রিনা খাতুন, ডাক্তার মনিয়া আক্তারসহ জেলায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত এবং আহত পরিবারের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com