প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 2, 2025 ইং
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সভাপতি সালাম ও সম্পাদক নজরুল পুনঃনির্বাচিত
    
 ময়মনসিংহ ব্যুরো :
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব নির্বাহী কমিটির এফএম সালাম সভাপতি ও মো. নজরুল ইসলাম সাধারণ সম্পাদক পুন:নির্বাচিত হয়েছেন।
শনিবার ( ২ আগষ্ট) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে সংগঠনের এক  বিশেষ সাধারণ সভায় নির্বাচক মন্ডলী তাদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। 
সভায় সর্ব সম্মতিক্রমে প্রেসক্লাবের বিদায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার এর নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের লক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠিত হয়। নির্বাচক মন্ডলী সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। নির্বাচক মন্ডলীর অন্য সদস্যগণ হলেন এম. মোখলেসুর রহমান খান, অ্যাডভোকেট জসিম উদ্দিন আহম্মেদ, মতিউল আলম ও মোঃ আবুল কালাম আজাদ। সভায় বক্তব্য রাখেন শামসুল আলম খান, ফেরদৌস আহমদ বাবুল, মোঃ হারুনুর রশিদ, মোশারফ হোসেন খসরু, শহিদুল ইসলাম শফিক, খুরশিদ উল আলম মুজিব, মনোনেস দাস, মনিরুল ইসলাম মনির,  মহিউদ্দিন সোহেল, ওবায়দুল পাঠান, মোঃ ইদ্রিস আলী, নুরুল ইসলাম খান, আব্দুল হক লিটন, এইচ এম জুবায়ের হোসেন, মোনালিসা, সাবিনা ইয়াসমিন ও নাবিলা আফরিন প্রমূখ। 
এছাড়াও সভায় হাওর ভ্রমণ এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  
ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার পর চার জেলার পেশাদার সাংবাদিকদের মাঝে যোগাযোগ, আন্তরিকতা, সৌহার্দ্য, পেশাগত মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলা এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে ২০১৫ সালে ‘ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব’ গঠিত হয়।  
 
    
       © সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com