প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 5, 2025 ইং
নাগরপুরে বিএনপির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

নাগরপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নাগরপুর সরকারি কলেজ মাঠ থেকে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে শোভাযাত্রা বের হয়।
উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃতে অনুষ্ঠিত শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় সরকারি মাঠে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির, সহ-সভাপতি শরীফুল ইসলাম স্বপন, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর সাবেক ছাত্রদল সহ-সভাপতি মো. আতিকুর রহমান আতিক,সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচার শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com