প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 7, 2025 ইং
' সংবিধানে আদিবাসী'দের স্বীকৃতি প্রধান সহ ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ ঃ
আন্তর্জাতিক আদিবাসী দিবস আগামী ৯ আগস্ট। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) কেন্দ্রীয় কমিটি নানা কর্মসূচি গ্রহণ করেছে। শনিবার সকাল ৯ টায় ময়মনসিংহ নগরীর ভাটিকাশরে অবস্থিত ক্যাথিড্রাল চার্জ প্রাঙ্গণ থেকে আদিবাসীদের নিজস্ব পোশাক ও সংস্কৃতি ধারণ করে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিডব্লিউএ কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হবে। এরপর উক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও অস্তিত্ব রক্ষার নিমিত্তে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে বাংলাদেশের সংবিধানে আদিবাসীদের “আদিবাসী” হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদানসহ তাদের অধিকার নিশ্চিত করার দাবিসহ সাত দফার দাবি বাস্তবায়নের জন্য উপস্থাপন করা হয়।
ময়মনসিংহ নগরীর ভাটিকাশরে টিডব্লিউএ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অরন্য ই. চিরান (স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত) উপস্থাপিত অন্যান্য দাবিগুলো হচ্ছে - আদিবাসীদের ক্ষমতায়নের জন্য সংস্কারের মাধ্যমে মহান সংসদে জন্য ৫% সংরক্ষিত আসন বরাদ্ধ দিতে হবে।
সমতল অঞ্চলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনসহ একজন আদিবাসীকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব প্রদান করতে হবে।সমতল অঞ্চলের আদিবাসীদের ভূমির অধিকার রক্ষায় অধিকসংখ্যক আদিবাসী প্রতিনিধিত্ব নিশ্চিত করে একটি স্বতন্ত্র ভূমি কমিশন গঠন করতে হবে। মহান সংসদের সংরক্ষিত মহিলা আসনে সমতলের আদিবাসী নারীদের মনোনয়ন প্রদান করতে হবে। শিক্ষা ও সরকারি চাকরির সকল স্তরে আদিবাসীদের জন্য সরকার প্রদত্ত ১% এর পরিবর্তে ৫% কোটা বরাদ্দ এবং নিয়োগের ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। আইএলও কনভেশন নং ১০৭ এবং ১৬৯-এর আলোকে আইন ও বিধিমালা প্রণয়নপূর্বক তা বাস্তবায়ন করতে হবে।
বাংলাদেশ সরকার এ দেশের আদিবাসীদের জন্য ক্ষুদ্র নৃ -গোষ্ঠী আইন ২০১০ প্রণয়ন করেছেন, যেখানে প্রত্যেক গোত্রীয় আদিবাসীদের স্বীকৃতি দেওয়া হয়নি এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এ দেশের সর্বস্তরের মানুষের প্রতিফলন ঘটানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে তাতেও আদিবাসী জনগোষ্ঠীকে অবহেলা করা হয়েছে এবং তাদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হয়নি। যার মাধ্যমে তাদের অধিকার ও অস্তিত¦কে অস্বীকার করা হয়েছে।
সাত দফা দাবি মানা হলে সমতল অঞ্চলের আদিবাসীদের আশা ও বিশ্বাস উপরোক্ত দাবীসমূহ আদিবাসীদের অধিকার ও অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে ফলপ্রসূ ভুমিকা পালন করবে। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন,
টিডব্লিউএ কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল যোহন সাংমা, আচিক উইমেন এসোসিয়েশন (আওয়া) সাধারণ সম্পাদক রাণী নকরেক, বাংলাদেশ গারো ছাত্র সংসগঠন (বাগাছাস) ময়মনসিংহ সদর সভাপতি অনিক রেমা, গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু) প্রতিনিধি সেংচি রাংসা বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মহেন্দ্র চন্দ্র কোচ, বাংলাদেশ ইনডিজিনাস লয়ার্স এসোসিয়েশন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দীনেশ দারু,টিডব্লিউএ ময়মনসিংহ সদর উপজেলা শাখার সভাপতি সেকেন্দ্র স্নাল প্রমূখ।
সারা বিশ্বে ৭০ টি দেশে প্রায় ৩০ কোটি আদিবাসী রয়েছে এবং বাংলাদেশেও ৫০ টি বা তার অধিক সম্প্রদায়ের প্রায় ৫০ লক্ষাধিক আদিবাসী বসবাস করে। সমতল এলাকার আদিবাসীরা দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের কতিপয় জেলা বাদে প্রায় সবক’টি জেলাতেই ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে আসছে। তবে বৃহত্তর ময়মনসিংহ জেলা, উত্তর বঙ্গের বরেন্দ্র অঞ্চল, সিলেট. সুনামগঞ্জ ও মৌলভীবাজার প্রভৃতি জেলাতেই আদিবাসীদের বেশি সংখ্যক দেখা যায়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com