প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 7, 2025 ইং
দিল্লিতে হেডকোয়ার্টার রেখে ঢাকায় রাজনীতি চলবেনা মধুপুরে গণঅভ্যুত্থান দিবসে আহসান হাবীব মাসুদ

স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ বলেছেন, আওয়ামীলীগের হেডকোয়ার্টার দিল্লিতে। দিল্লিতে হেডকোয়ার্টার রেখে ঢাকায় রাজনীতি চলবেনা। তিনি ৭ আগস্ট বৃহস্পতিবার বিকেলে বিজয় মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আহসান হাবীব মাসুদ বলেন, ৫ আগষ্ট বাংলাদেশে নতুন করে সূর্য উদিত হয়েছে। আমরা স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি। আমরা পাষন্ড এক নারীকে বিদায় করতে পেরেছি। আমরা খুনি হাসিনাকে বিদায় করতে পেরেছি। কসাই হাসিনাকে বিদায় করতে পেরেছি। তিনি তার দেশ ইন্ডিয়াতে চলে গেছে। তিনি তার আত্মার আত্মীয় মোদির কাছে চলে গিয়েছেন। আপনার প্রিয় দেশ ইন্ডিয়াতেই আপনি থাকুন। ১৫ আগস্টেও আপনি সেখানেই ছিলেন। ৫ আগস্টেও সেখানেই গিয়েছেন।
আহসান হাবিব মাসুদ বলেন, আপনার দেশ কোনটা আমরা ভালো করে চিনেছি। আওয়ামীলীগের হেড কোয়ার্টার হলো দিল্লি। আমরা দিল্লিতে হেড কোয়ার্টার রেখে ঢাকায় রাজনীতী করতে দেওয়া যায়না। আওয়ামীলীগের ভাইয়েরা আপনার সবাই খুন করেন নাই। চাঁদাবাজি করেন নাই। আপনারা তওবা পড়ে আবার মানুষ হন। আমরা ছাড় দিয়েছি। কিছুদিন পর আর ছেড়ে দেবোনা। সরকারি বিভিন্ন অফিস, ইউনিয়ন পরিষদ, ব্যবসা প্রতিষ্ঠান, সমিতি সবকিছু দখল হয়ে গেছে। কেন এত দখলবাজি হবে। আমরা দেখতেছি কোন পর্যন্ত যায়। এরপর এমন টাইট দেওয়া হবে আর কুলাইতে পারবেননা।
জেলা আমীর আরও বলেন, আপনারা নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছেন। দলের চেয়ারপার্সনের দরজার সামনের বালুর ট্রাক সরাইতে পারেন নাই। আজ আপনার চাঁদাবাজি করেন। মাস্তানি করেন। কেরে ভাই। আপনারা জনগণের জন্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছেন। এখন এই চাঁদাবাজি কেনরে ভাই। বাংলাদেশ জামায়াত ইসলামীর একটি মানুষও চাঁদাবাজি করেনা। মানুষ চাঁদাবাজদের ভোট দেবেনা।
টাঙ্গাইল-১ আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোন্তাজ আলী বলেন, জুলাই সনদকে কাগজের পাতায় রাখলে চলবেনা। জুলাই সনদকে সংবিধানের অন্তর্ভূক্ত করতে হবে। জুলাই সনদ সংবিধানের অন্তর্ভূক্তি ছাড়া কোন সংস্কার ছাড়া বাংলার মাটিতে নির্বাচন হতে দেওয়া হবেনা।
তিনি আরও বলেন, আজ দেশে সন্ত্রাসীতে ছেয়ে গেছে। চাঁদাবাজে ছেয়ে গেছে। সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছেনা। কাকে ভোট দেবে সে কথাও বুক ফুলিয়ে বলতে ভয় পাচ্ছে। এই সন্ত্রাসী চাঁদাবাজদের হাত থেকে জনসাধারণকে যতক্ষণ মুক্ত করতে না পারবো ততক্ষণ বাংলার মাটিতে নির্বাচন হতে দেওয়া হবেনা।
তিনি সন্ত্রাসী চাঁদাবাজদের উদ্দেশ্য করে বলেন, যারা চাঁদাবাজী মাস্তানি করছেন তারা চাঁদাবাজী ছাড়েন। আপনারা চাঁদাবাজী ছাড়েন নয়তো ভিক্ষা করেন। তবু মানুষের উপর জুলুম করবেননা। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে সকল বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সন্ত্রাসী চাঁদাবাজদেরকে বিপথগামীতা থেকে ফিরিয়ে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী মধুপুর উপজেলা শাখা মধুপুর রাণীভবানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিজয় মিছিল শুরু করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানামোড়ে এসে সমাবেশ করে। মিছিলটির নেতৃত্ব দেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. মোন্তাজ আলী।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মধুপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক মো. আবদুল কাদির। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আমীর আহসান হাবীব মাসুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. বোরহানুল ইসলাম প্রমূখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com