প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 11, 2025 ইং
সখীপুরে ২০৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

সখীপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পরীক্ষায় এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে লাবীব গ্রুপ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপজেলার ২০৫ জন কৃতি শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ ও স্বারক প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনীর সভাপতিত্বে লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাহ উদ্দিন আলমগীর রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা, সাবেক সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, লাবীব গ্রুপের ডিএমডি মাহবুবুল আলম মনির, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ , একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com