প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 12, 2025 ইং
টাঙ্গাইলে শিক্ষক-কর্মচারী ফোরামের কমিটি গঠিত লুৎফর রহমান সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম(বাবেশিকফো) এর টাঙ্গাইল জেলা শাখার কমিটি গঠিত হয়েছে। লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক পদে আতিয়া মহিলা কলেজের রসায়ন বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
সংগঠনের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতিঃ সৈয়দা তাহমিনা বেগম, মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া ও রোকনুজ্জামান খান, যুগ্ম-সম্পাদক রনজিৎ কুমার দে, আব্দুর রাজ্জাক হোসেন, শেখ মোঃ আবু তাহের ও মুহাম্মদ শেখ মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু কাউছার, অর্থ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন মিয়া, দপ্তর সম্পাদক মোঃ মোকাদ্দেস আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হোসেন তারেক, ক্রীড়া সম্পাদক মোঃ আরিফুর রহমান, ধর্মীয় সম্পাদক মোঃ দুলাল হোসেন।
৮ আগষ্ট (শুক্রবার) সাধারণ গ্রন্থাগারে আয়োজিত সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক- কর্মচারী ফোরাম(বাবেকশিকফো)এর সভাপতি ও এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহবায়ক অধ্যক্ষ মোঃ মাইন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম এর মহাসচিব মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মোঃ তোফায়েল সরকার ও সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com