প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 13, 2025 ইং
নিজ অর্থায়নে মসজিদের রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা হায়দার

ভুঞাপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে নিজ অর্থায়নে মসজিদে যাতায়াতের রাস্তা মেরামত করেছেন হায়দার প্রামাণিক নামে বিএনপির এক নেতা। তিনি উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভালকুটিয়া ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
জানা যায়, স্থলকাশি কেন্দ্রীয় জামে মসজিদের রাস্তাটি দীর্ঘ দেড় যুগ ধরে অযত্ন আর অবহেলায় পড়েছিল। সামান্য বৃষ্টিতে সৃষ্টি হতো কাদা ও জলাবদ্ধতা। ফলে এলাকার মসুল্লিসহ স্থানীয় ও শিক্ষার্থীরা প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতো। এমন দুর্ভোগ ও কষ্ট লাঘবে বিএনপি নেতা হায়দার প্রামাণিক তার নিজ অর্থায়নে প্রায় এক’শ মিটার রাস্তায় মাটি ফেলে মেরামত করে দেন। এতে মুসুল্লিসহ স্থানীয়রা যাতায়াতে দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের ও সাদ্দামসহ অনেকে বলেন, বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে মসজিদের মসুল্লিসহ স্কুল ও মাদরাসায় যাতায়াত করতে খুব কষ্ট হতো। বিগত দিনে স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিবার বলার পরেও রাস্তাটি মেরামত করে দেয়নি। পরে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হায়দার প্রামাণিককে রাস্তাটির ব্যাপারে অবগত করলে তিনি তাৎক্ষণিক রাস্তাটিতে বালু ফেলে মেরামত করে দেন।
এ ব্যাপারে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হায়দার প্রামাণিক বলেন, মসজিদে যাওয়ার এ রাস্তাটি দীর্ঘদিন অবহেলায় পড়েছিল। যাতায়াতের কোনো বিকল্প ব্যবস্থা ছিল না। পরে এলাকাবাসী বিষয়টি আমাকে জানালে তাৎক্ষণিক রাস্তাটিতে মাটি ফেলে মসজিদের যাতায়াতের জন্য মেরামত করে দেই। আরও কিছু অংশ বাদ রয়েছে সেটিও দ্রুত সময়ের মধ্যে মেরামত করে দিব।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com