প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 14, 2025 ইং
পরিবেশের ভারসাম্য রক্ষায় টাঙ্গাইলে শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ

দেশের পরিবেশ রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইল পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডের কাগমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, অলোয়া ভবানী সরকারি প্রাথমিক বিদ্যালয় অলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও বরুটিয়া উচ্চ বিদ্যালয়সহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪আগস্ট) দুপুরে এ সকল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভিপি নুরুল ইসলাম। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মকবুল হোসেন, আইয়ুব আলী, সোনামিয়া, যুবদল নেতা নুরুল ইসলাম সবুজ ও রাসেল আহমেদ বিপ্লব। নেতৃবৃন্দরা বলেন, দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় দলীয় নির্দেশনা মোতাবেক আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, ঔষধি গাছ আমাদের শরীরের নানাবিধ উপকারে আসে। তাই পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com