প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 14, 2025 ইং
সখীপুরে বজ্রপাতে যুবক নিহত

টাঙ্গাইলের সখীপুরে বজ্রপাতে শামীম (১৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বৈলারপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামীম ওই এলাকার শরাফত আলীর ছেলে।
শামীমের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরের দিকে শামীম বাড়ির পাশের বিলে মাছ ধরতে যান। হঠাৎ সেখানে বজ্রপাত হলে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। স্থানীয়রা দৌড়ে এসে শামীমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসছিলেন। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়। এ ছাড়া প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সাড়ে চারটার দিকে জরুরি বিভাগের চিকিৎসকেরাও শামীমকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই নিহতের পরিবারের লোকজন লাশ নিয়ে গেছেন। সাধারণত বজ্রপাতে নিহতের লাশের ময়নাতদন্ত করা হয়না।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com