প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 14, 2025 ইং
সখীপুরে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান, একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সানোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মিজানুর রহমান দানী ও পৌর ছাত্রলীগের সদস্য নাজমুল হাসান। পুলিশ জানিয়েছে আসামিদের নিজ নিজ এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, গত বছরের ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে একটি মামলা হয়েছে। ওই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com