প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 16, 2025 ইং
মনোনয়ন পেলে আপনাদের সাথে নিয়ে নির্বাচনী বৈতরণী পার হবো ... সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন জোবাইর আল-মাহমুদ রিজভী (রিজভী আহমেদ)। ১৪ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় মধুপুরের ময়মনসিংহ সড়কের পাশে নিজ রাজনৈতিক কার্যালয়ে তিনি এই ঘোষণা দেন।
রিজভী বর্ষীয়ান রাজনীতিক, টাঙ্গাইল-১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতাকারী জননেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের বড় ছেলে। তিনি ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এবং সুপ্রীম কোর্টের আইনজীবী।
সংবাদ সম্মেলনে রিজভী তার এবং তার বাবার রাজনৈতিক জীবনের বর্ণাঢ্য ইতিহাস তুলে ধরে আগামী দিনে মধুপুর ও ধনবাড়ী বাসীর খেদমত করার জন্য প্রত্যয় ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছি। রিজভী দীর্ঘ আন্দোলনে আমার ত্যাগ, জেলা, জুলুম, মামলা, হামলাসহ কারাবরনের বর্ণনা দিয়ে বলেন, আমি দলীয় আনুগত্যে বিশ^াসী। আমি মনোনয়ন চাইবো। দল আমাকে মনোনয়ন দিলে আপনাদের সকলকে সাথে নিয়ে নির্বাচনী বৈতরণী পার হবো ইনশাআল্লাহ।
আমি মধুপুরের সন্তান। মধুপুর-ধনবাড়ী বাসীর সুখ-দুখে আমি অতীতে আমার বাবা (মুক্তযোদ্ধা আব্দুস সামাদ) ভাগিদার ছিলেন। ভবিষ্যতে বাবার সাথে আমিও থাকবো।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পিতা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ। ছোট ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রোজেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এস. এম. সাইফ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক, রিজভীর বন্ধু-বান্ধব ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ ১৯৬২ সালে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করেছেন। ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানে সম্মুখ যোদ্ধা ছিলেন। ওই সময় আন্দোলনের অভিযোগে কারাভোগ করেছেন। ১৯৭১ সালে কাদেরীয়া বাহিনীর কোম্পানি কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। ১৯৭৩ সালে ডাকসুতে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি টাঙ্গাইল-১ মধুপুর ধনবাড়ী আসন থেকে চারবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারই সন্তান রিজভী আহমেদ শিশুকাল থেকেই রাজনীতিতে জড়িত। দীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামীলীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বহুবার হামলার শিকার হয়েছেন। ৩৪টির অধিক মামলার আসামী হয়েছেন। কারাভোগ করেছেন এক বছরেরও অধিক সময়। তিনি বিএনপির একজন কর্মীহিসেবে টাঙ্গাইল-১ মধুপুর ধনবাড়ী আসনে নির্বাচনী যাত্রা শুরু করলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com