প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 19, 2025 ইং
বাসাইলে এনজিও বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের বাসাইলে উপজেলা এনজিও বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হিরা মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা মল্লিক প্রমুখ। অনুষ্ঠানে ৮টি এনজিওকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com