প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 21, 2025 ইং
মধুপুরে স্বাস্থ্য সেবায় প্রতারণার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের মধুপুরে চিকিৎসা সেবার নামে প্রতারণার অভিযোগে দুই ব্যাক্তি ও এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে মধুপুর পৌরশহরের জামালপুর রোডে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল চেম্বারে অভিযান চালিয়ে বিধি ভঙ্গের দায়ে তাদের জরিমানা করা হয়।
জানা যায়, মধুপুরের নাহিদ ডেন্টাল কেয়ার নামক প্রতিষ্ঠানে ডেন্টাল টেকনোলজিস্ট নিজেকে ডেন্টিস্ট হিসেবে প্রচার করে রোগিদের চিকিৎসা সেবার নামে রোগিদের সাথে প্রতারণা করছেন। এদিকে মানবসেবা মেডিকেল হলের হোমিও চিকিৎসক এমবিবিএস ডিগ্রী ছাড়া ডা. পদবী ব্যবহার করে চিকিৎসা সেবার নামে প্রতারণা করে আসছে। এছাড়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন কর্ণারে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। উল্লেখিত অভিযোগের প্রেক্ষিতে ওই তিনটি প্রতিষ্ঠানের অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যেককে ১০ হাজার টাকা হিসেবে ৩০ হাজারটাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি রিফাত আঞ্জুম পিয়া জানান, ডাক্তার পদবী ব্যবহারের ক্ষেত্রে ন্যুনতম এমবিবিএস ও বিডিএস পাশ করতে হয়। তা ছাড়া কেউ ডাক্তার পদবী ব্যবহার করতে পারবেননা। কিন্তু অভিযানকালে দেখা যায় ডেন্টিস্ট না হয়েও ডেন্টিস্ট পদবী ব্যবহার করে প্রতারণা করতে। আমার হোমিও চিকিৎসক হয়েও ডাক্তার ব্যাব্যহার করে চিকিৎসা সেবা দিতে। আবার ক্লিনিকের মেডিকেল কর্নারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ সময় অভিযুক্তদের প্রত্যেককে ভোক্তা অধিকার আইন এবং ঔষধ ও কসমেটিক্স আইনের বিভিন্ন ধারায় অর্থদন্ড দেওয়া হয়।
প্রসিকিউশন প্রদান করেন মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(ভারপ্রাপ্ত) ডা. সজীব কান্তি পাল। সহযোগিতায় ছিলেন লেফটেন্যান্ট সায়েমের নেতৃত্বে মধুপুর সেনাক্যাম্পের একটি দল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com