মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জোবায়ের হোসেন বলেছেন, মধুপুরে মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে বাঁচাতে ইউনিয়নে ইউনিয়নে সচেতনতামূলক সভা করা হবে। আগামী ১৫ দিনের মধ্যেই প্রতিটি ইউনিয়নে এই কর্মসুচি বাস্তবায়িত হবে। মাদক ব্যবসায়ি ও সেবনকারীদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা
নেওয়া হবে। ইতোমধ্যেই কয়েকজনকে কারাদন্ড দেওয়া হয়েছে। ২৭ আগস্ট বুধবার সকালে মধুপুর উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির ভাষণে তিনি এই বার্তা জানান।
উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সহকারি কমিশনার ভূমি রিফাত আন্জুম পিয়া, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবীর, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মো. মোন্তাজ আলী, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আব্দুস সামাদ তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, সাংবাদিক আব্দুল হামিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ বিভিন্ন বিষয়ের আলোকপাত করেন।
সভায় বক্তারা মাদক ও জুয়ার ভয়াবহতা, বিভিন্ন ফলে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ, আইন শৃঙ্খলার বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে ফিরিয়ে আনতে প্রতিটি নাগরিককেই কাজ করতে হবে। সমাজের প্রধানগণ ঐক্যবদ্ধ হলে মাদক ব্যবসায়ি ও মাদক সেবনকারিরা ভয়ে তটস্থ থাকবে। তাই প্রতিটি ইউনিয়নে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরে নিয়ে নিয়ে মতবিনিময় সভা করা হবে। আগামী ১৫ দিনের মধ্যেই এই কার্যক্রম বাস্তবায়িত হবে। ওই সভায় মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ সম্পর্কে আলোচনার পাশাপাশি বিভিন্ন ফলে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগের ব্যাপারে সতর্কবার্তা দেওয়া হবে।