প্রিন্ট এর তারিখঃ Nov 5, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 30, 2025 ইং
টাংগাইলে গণঅধিকার পরিষদ জাতীয় পার্টির জেলা অফিস ভাংচুর ও মহাসড়ক অবরোধ করে
গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর এর উপর হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসুচীর অংশ হিসাবে আজ টাংগাইল গণঅধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে জাতীয় পার্টির অফিস ভাংচুর ও মহাসড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার নেতাকর্মীরা।
আজ দুপুরে প্রথমেই জেলা গণঅধিকার পরিষদ অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে, জেলা জাতীয় পার্টির অফিসের সামনে যায়। পরে বিক্ষোভ কারীরা অফিস ভাংচুর করে। পরে আবারও একটি বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মীরা মহাসড়কে এসে অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। প্রায় ৪০ মিনিট ঢাকা টাংগা্ইল মহাসড়ক অবরোধ করে রাখে।
এসময় বক্তারা নুরুল হক নুরের উপর হামলার তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়ে বলেন দ্রুত নুরের উপর হামলার সুষ্ঠ তদন্ত করে বিচার করতে হবে অন্যথায় আগামীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com