প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 3, 2025 ইং
মির্জাপুরে বালুর ট্রাকে ২০ লাখ টাকার ইয়াবা ॥ গ্রেপ্তার ২

টাঙ্গাইলের মির্জাপুরে বালু বোঝাই ট্রাকে ইয়াবা পাচারের সময় ৬ হাজার ৭শ পিচ ইয়াবাসহ ২জনকে গ্রেপ্তার করেছে র্যাব ১৪। এ সময় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত ট্রাক ও ট্রাকের ৫টন সিলিকন বালু জব্দ করা হয়।
মঙ্গলবার রাতে র্যাব-১৪ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী ৩ এর কমান্ডার কাওসার বাধন এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাগুরার মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুল রশিদ শেখের ছেলে রবিউল ইসলাম (৩০) এবং একই এলাকার ট্রাক চালক শাহিন আলম। তাদেরকে মির্জাপুর ও টাঙ্গাইল সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
কোম্পানী কমান্ডার কাওসার বাধন জানান, সিলেট থেকে বালু বোঝাই ৫ টন ট্রাকে ইয়াবা নিয়ে গাজীপুর অতিক্রম করে টাঙ্গাইলের দিকে আসছে। খবর পেয়ে টাঙ্গাইলের মির্জাপুর তল্লাশী চৌকি স্থাপন করা হয়। এসময় বালু ভর্তি ট্রাকের চালকদের তল্লাশীকালে ৬ হাজার ৭শ’ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধার ইয়াবারমূল্য ২০ লাখ দশ হাজার টাকা। পরে গাড়ির চালকসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com