প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 4, 2025 ইং
সখীপুরে প্রাইভেটকারসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও নগদ ১৩ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সখীপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে ঢাকা-সখীপুর সড়কের তক্তারচালা এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্ট চলছিল। রাত ২টার দিকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৩-৩৭২০) থামানো হয়। প্রাইভেটকারের একজন যাত্রী ও চালকের কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাদের ফোন পেয়ে সখীপুরের দুই ক্রেতা এসে পুলিশের হাতে আটক হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বড়গুনা জেলার বেতাগী থানার দেশন্তারকাটি এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম (৩২), জয়পুরহাটের আটঠোকা এলাকার আরিফুল ইসলাম (৪৫), সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কদমতলা মোড় এলাকার রাসেল মিয়া (৩২) ও তার ছোট ভাই রাকিবুল ইসলাম রকি (২৫)।
এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) সুমন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সখীপুর থানার এসআই মোশারফ হোসেন বাদী হয়ে মামলা করেছেন। বৃহস্পতিবার ওই চারজনকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com