প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 8, 2025 ইং
ঘাটাইল মুক্তিযোদ্ধা সংসদ নব গঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঘাটাইল উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল উপজেলা পরিষদ হলরুমে শনিবার দুপুরে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল বাছিদ চান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,টাঙ্গাইল জেলা কমান্ডের আহবায়ক ও ভুয়াপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভুয়াপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল,ঢাকা মহানগর কমান্ডের সদস্য বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক,ঘাটাইল উপজেলা কমান্ডের যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন, সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা এন এম শাহনেওয়াজ,বীরমুক্তিযোদ্ধা শামছুল হক,বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা খন্দকার জহির উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আ: রশিদ প্রমুখ। উল্লেখ,স্বাধীনতার পরবর্তীতে এই প্রথমবারের মতো সম্মুখ সারির প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিয়ে ঘাটাইল কমান্ডের কমিটি গঠিত হলো। এর আগে যারা দায়িত্বে ছিলেন তাদের নিয়ে নানা বিতর্ক ছিল। আজকে এই কমিটির মাধ্যমে সেই বিতর্কের অবসান হলো বলে মনে করছেন সম্মুখসারির বীরমুক্তিযোদ্ধারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com