প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2025 ইং
টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত
    
টাঙ্গাইল সদর উপজেলার চিলাবাড়ী হাটখোলা খেলার মাঠে দৃষ্টি প্রতিবন্ধীদের হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে ওই হা-ডু-ডু খেলা দেখে কয়েক হাজার দর্শনার্থী আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। ওই খেলায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। 
দুই দলে বিভক্ত হয়ে বিভিন্ন বয়সী ১৪ জন দৃষ্টি প্রতিবন্ধী জাতীয় খেলা হা-ডু-ডু দেখতে কয়েক হাজার দর্শক সমবেত হয়। দৃষ্টি প্রতিবন্ধীদের মনোমুগ্ধকর খেলার কৌশল দেখে দর্শকরা আবেগে আপ্লুত হয়ে ওঠে।
দর্শনার্থী রফিক জানান, জাতীয় খেলা হা-ডু-ডু দেখতে এসে দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়ারদের কৌশল দেখে আনন্দ পেয়েছি। মাঝে-মধ্যে যদি এমন আয়োজন করা হলে যুব সমাজ মাদক থেকে সরে এসে খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে উঠবে। 
জুবায়ের হোসেন জানান, সাধারণত সুস্থ্য-সবল খেলোয়াড়রা ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলায় অংশ নেন। দৃষ্টি প্রতিবন্ধীদের সমন্বয়ে হা-ডু-ডু দেখে খুবই ভালো লেগেছে। কয়েক হাজার দর্শক এ খেলা দেখতে এসে কেউই আশাহত হয়নি। সবাই নির্মল আনন্দ উপভোগ করেছে। 
দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়াড় শওকত সিকদার জানান, আমি ২০ বছর ধরে হা-ডু-ডু খেলায় অংশগ্রহণ করে থাকি। আমাদের দল টাঙ্গাইল ছাড়াও দেশের বিভিন্ন জেলায় গিয়ে খেলায় অংশ নিয়ে থাকেন। প্রায় সময়ই তারা জয়লাভ করেছেন। এ খেলা তাদের কাছে অনেক ভালো লাগে। 
স্থানীয় যুব সমাজের ব্যনারে আয়োজিত এই খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাচ্চু মিয়া। এছাড়াও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ সহ অনেকেই অংশ নেন।।
 
 
    
       © সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com