প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 16, 2025 ইং
মধুপুরে উৎসব মুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হবে: -মো. জুবায়ের হোসেন
    
টাঙ্গাইলের মধুপুরে ৫৫টি পূজা মণ্ডপে উৎসব মখর পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হবে। মধুপুরের প্রতিটি পূজা মন্ডপ নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। মধুপুরে শারদীয়া দুর্গোৎসব উদযাপন প্রস্তুতি কমিটির সভায় তিনি এ কথা বলেন। 
তিনি আরো বলেন, বিগত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যেকোনো ধরনের ঝুঁকি সম্মিলিতভাবে প্রতিহত করা হবে। এজন্য রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় মধুপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর শোয়েব বলেন, পুজা মন্ডপকে ঝুঁকির ভিত্তিতে তিনটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। পূজা মন্ডপ  এলাকায় সেনা টহলসহ কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে বলে তিনি সভাকে অবহিত করেন।
মধুপুর পৌর শহরের ২৪ টি ও ১১ এলাকার ৩২ টি পুজা মন্ডপ পরিচালনাদের সভাপতি, সম্পাদক, পুজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ ছাড়াও ওই সভায় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী, প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। 
এতে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হোসেন।
অন্যানের মধ্যে বক্তব্য দেন মধুপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সোয়েব  আহমেদ, সহকারী কমিশনার রিফাত আনজুম পিয়া, মধুপুর থানার উপপরিদর্শক আসাদুজ্জামান,  একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক  খন্দকার মোতালেব হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামী মধুপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক আব্দুল কাদির,   বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, মধুপুর পূজা উদযাপন কমিটির সভাপতি বিকাশ চন্দ্র ঘোষ, এনসিপির মধুপুরের আহবায়ক সবুজ মিয়া, বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতিনিধি জিয়াদ হাসান জীম প্রমূখ। 
 
    
       © সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com