
টাঙ্গাইলের মধুপুরের পুন্ডুরা গ্রামের ২ মাদক সেবনকারীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর)দুপুরে আবদুল হামিদ ও মোশাররফকে ইয়াবা ও হেরোইন সেবনরত অবস্থায় আটক করে এই কারাদন্ডাদের দেন তোমার আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার ভূমি রিফাত আঞ্জুম পিয়া।
তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তারা হলেন পুন্ডুরা মধ্যপাড়া গ্রামের মৃত জুব্বার আলীর ছেলে আব্দুল হামিদ (৪৬)অপরজন হলেন গোলাবাড়ী গ্রামের মৃত গনী মিয়ার ছেলে মোশাররফ হোসেন (২৮)। তারা দুজন
একত্রে মাদকদ্রব্য সেবন করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে হাজির হন মোবাইল কোর্ট পরিচালনা টিম।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এসময় প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইলের উপপরিদর্শক মোঃ রাশিদুল ইসলাম।