ঢাকা | 30 November 2025

ধনবাড়ীতে স্বতন্ত্র এমপি প্রার্থী’র গর্ভবতী মা’দের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ ও গৃহ নির্মাণ

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধ, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 29, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

বাক প্রতিবন্ধী খলিলুর রহমান নেই  কোন জায়গা জমি, নেই স্ত্রী সন্তান। অসহায় দরিদ্র বাক প্রতিবন্ধী খলিলুর রহমানের ছিলো না কোন ঘর। অন্যের রান্না ঘরে অতি কষ্টে রাত্রি যাপন করতো । এমন খবর জানতে পেরে বিনামূল্যে ঘর নির্মাণ করে দিলেন টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর অব: লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদ।

শুক্রবার(২৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বীরতারা গ্রামের মৃত আ: হামিদের বাক প্রতিবন্ধী ছেলে খলিলুর রহমানের কে কাঠ, টিনসহ ঘর নির্মাণ সামগ্রী নিয়ে তার নেতা কর্মীরা হাজির হয়ে কর্নেল আজাদের পক্ষে ঘর নির্মাণ করে দেন। নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি প্রার্থী কর্নেল আজাদের ছোট ভাই জুয়েল রানা।

এসময় কর্নেল আজাদ সমর্থক ধনবাড়ীর নেতা প্রফেসর সোহরাব আলী, বীরতারা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আ: ছামাদ, আবুল কালাম আজাদ, সমাজ সেবক আব্দুস সাত্তার,  শাজাহান আলী সাজু মেম্বার, খোকন মন্ডল, যুবদল নেতা মিনহাজ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর অব: লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদ বলেন, দেশ ও সমাজ কে এগিয়ে নেয়ার লক্ষ্যে মধুপুর ও ধনবাড়ীর অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছি। আছি থাকব আমার  সাধ্যমত মরার আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবো। সেই সাথে আমি যদি এমপি নির্বাচিত হতে পারি তাহলে মধুপুর ধনবাড়ীর দুই উপজেলার মানুষের ভ্যাগ্য উন্নয়নে বেশী করে কাজ করতে পারব ইনশাআল্লাহ।

এসময় মধুপুর উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নসহ ধনবাড়ী-মধুপুরের কর্নেল আজাদ সমর্থক নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, সকালে ও দুপুরে কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর ধনবাড়ীর দলীয় কার্যালয়ে ধনবাড়ী পৌর এলাকার ও দুপুরে কয়া এলাকার মোট ৫ শতাধিক গর্ভবতী মা’দের মাঝে পুষ্টিকর সুষম খাবার তুলে দেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ