ছবির ক্যাপশন:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলছত্র এলাকার আজাহারুল ইসলাম (৬৫) নামের এক শ্রমিক নেতার বিরুদ্ধে ৭৫ বছরের বৃদ্ধকে পেটানোর অভিযোগ উঠেছে। সালাম না দেওয়ায় তাকে পেটানো হয় বলে জানা গেছে।সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলার জলছত্র আনারস বাজার এলাকায় এ ঘটনা ঘটে।সৈয়দ আলী বাজার এলাকার বাসিন্দা আজাহার উদ্দিনকে পিটিয়ে রক্তাক্ত করে সমালোচনার জন্ম দিয়েছেন আজাহারুল ইসলাম (৬৫)। এ নিয়ে সংগঠনের নেতারা বিব্রতসহ এলাকাবাসীর মধ্যে বেশ চাপা ক্ষোভ বিরাজ করছে।অভিযুক্ত শ্রমিক নেতা আজাহারুল ইসলাম জলছত্র ট্রাক ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি ও বেরিবাইদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুকের পিতা।স্থানীয়রা জানান, প্রভাবশালী সংগঠন ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন জলছত্র শাখার সভাপতি আজাহারুল ইসলাম বাজারে অবস্থানকালে সৈয়দ আলী বাজার এলাকার বাসিন্দা আজাহার উদ্দিন পাশ দিয়ে যাচ্ছিলেন। শ্রমিক নেতা ও বিএনপি নেতার পিতাকে সালাম না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে কাছে ডেকে নিয়ে বৃদ্ধ আজহার উদ্দিনকে প্রকাশ্যে মারপিট শুরু করেন। আক্রান্ত আজাহার উদ্দিনের হাতের কনুইয়ের নিচে ফেটে গিয়ে রক্ত বের হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহত আজাহার উদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ওই স্থান থেকে সরিয়ে নিয়ে যান।এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে ঘটনার নিন্দা জানাচ্ছেন অনেকে।আক্রান্ত আজাহার উদ্দিন জানান, এর আগে একাধিক গ্রাম্য সালিশ নিয়ে আজাহারুল তার ওপর ক্ষুব্ধ। এর জেরে সালাম না দেওয়ার অজুহাত তুলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন।এ বিষয়ে অভিযুক্ত আজাহারুল ইসলামের বক্তব্য নিতে বারবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। তার স্ত্রী ফোন রিসিভ করে জানান, তিনি বাইরে আছেন। রাতে বাড়ি ফিরবেন।ঘটনা সম্পর্কে জানতে চাইলে নিজের নাম পরীমনি জানিয়ে বলেন, ঘটনা দুই মিতার মধ্যে। পারিবারিক সালিশ নিয়ে তাদের মধ্যে কথা বন্ধ হয়। সোমবার দুইজনের মধ্যে দেখা ও কথা হয়। সালাম নিয়ে কিছু হয়নি। পেছন থেকে ভিডিও করে কে যেন ফেসবুকে ছেড়েছে। বিষয়ে আজাহারুল ইসলামের কোনো বক্তব্য নিতে চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে তার সংগঠনের সম্পাদকীয় পোস্টের জনৈক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এ ঘটনায় সংগঠন ও সংগঠনের সবাই বিব্রত। এটি তিনি মোটেই ঠিক করেননি।