ঢাকা | 15 January 2026

ময়মনসিংহ বিভাগীয় বইমেলা উদ্বোধন ১২ ডিসেম্বর, স্টল ৭২টি

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 10, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

 বই পড়াকে উৎসাহিত ও আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক আয়োজিত 'ময়মনিসংহ বিভাগীয় বইমেলা ২০২৫' আগামী ১২-২০ ডিসেম্বর ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে। ১২ ডিসেম্বর শনিবার 
বিকেল তিনটায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমল হোসেন আজাদ।
 

বিভাগীয় বইমেলার সুষ্ঠু আয়োজনের লক্ষ্যে বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিং দেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি। অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক)  তাহমিনা আক্তারের সঞ্চালনায় এতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( রাজস্ব)  জন কেনেডি জাম্বিল, জাতীয় গ্রন্থ কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী জানান, 
উক্ত মেলায় ১০ টি সরকারি ও ৬২ টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৭২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। ০৯ (নয়) দিনব্যাপী অনুষ্ঠেয় এই বইমেলায় প্রতিদিন বিকাল ৩.০০ টা হতে ৫.০০ টা পর্যন্ত আলোচনা সভা, সেমিনার, উপস্থিত বক্তৃতা, কচিকাঁচার উৎসব, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশু প্রহর এবং কবিতা আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন থাকবে। সাপ্তাহিক ছুটির দিন সকাল ১০.০০ ঘটিকা হতে মেলা অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যা ৬.০০ টা হতে ৬.৩০ মিনিট পর্যন্ত বিভিন্ন জেলার কবিদের স্বরচিত কবিতা পাঠ/আবৃত্তি এবং ৬.৩০- ৯.০০ ঘটিকা পর্যন্ত বিভিন্ন জেলার শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

বিভাগীয় কমিশনার বলেন,
বইমেলা আমাদের জ্ঞান এবং সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি পাঠকদের নতুন নতুন বইয়ের সঙ্গে পরিচিতি ঘটায় এবং জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করে। বইমেলায় লেখক-পাঠকের সেতুবন্ধন তৈরি হয়, যা সাহিত্য ও সৃষ্টিশীলতার বিকাশ ঘটায়। এছাড়া এটি সামাজিক এবং সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করে, যা আমাদের ঐতিহ্যকে সংরক্ষণে সহায়তা করে এবং আমাদের মননশীলতা ও সংস্কৃতির অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ