ঢাকা | 15 January 2026

টাঙ্গাইল-৮ আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিলেন কাদের সিদ্দিকী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 11, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেলকে সমর্থন দিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)। আজ শনিবার সন্ধ্যায় সখীপুরের বাসভবনে তাঁর দল কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা শাখার বিশেষ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ ঘোষণা দেন। 

এ সময় কাদের সিদ্দিকী বলেন, গত ৫ আগস্টের পর এই বাসায় মিটিং করার কিছুক্ষণের মধ্যেই সখীপুরের তালতলায় আমার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ হয়েছিল। সেই সমাবেশে সাজু (উপজেলা বিএনপির তৎকালীন সভাপতি) আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল। সাজু কি তার ইচ্ছায় গালিগালাজ করেছে, নাকি আযম খানের ইচ্ছায় গালিগালাজ করেছে? একজন মুসলমান কি ইফতারিতে বাধা দিতে পারেন? তাঁরা তাও করেছে। 

ভুঞাপুরের মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডলকে হুমকি-ধামকির প্রসঙ্গ তুলে কাদের সিদ্দিকী বলেন, ওনি খালেক মন্ডলের পিঠের চামড়া তুলে নেবে। আমি একজন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের নেতা ছিলাম। ওরা অন্য দলে গিয়েছে বলেই আমার সন্তানের পিঠের চামড়া তুলে নেবে, আর আমি বসে বসে আঙ্গুল চুষবো? তাহলে আমরা কি এই বিএনপিকে সমর্থন দিতে পারি? এ সময় উপস্থিত নেতাকর্মীরা না সূচক উত্তর দেন। 

তিনি আরও বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এই আহমেদ আযমের (বিএনপি মনোনীত প্রার্থী) বিরুদ্ধে সখীপুর-বাসাইলে নির্বাচনী প্রচার করব। আহামদ আযম এখানে পাশ করলে! সরকার হয়ই নাই, তাঁরা বড় সরকার হয়ে গেছে। এর আগে বড় ভাই লতিফ সিদ্দিকীর নির্বাচনী প্রসঙ্গে তিনি বলেন, সংসদে যাতে জয় বাংলা বলা যায়, জয় বঙ্গবন্ধু বলা যায়, মুক্তিযুদ্ধের কথা বলা যায় এই জন্যে আমি লতিফ ভাইকে কালিহাতী থেকে নির্বাচনে দাঁড়াতে বলেছি, দলীয় সমর্থন দিয়েছি। 

টাঙ্গাইল-৮ আসনে দলীয় সমর্থন প্রসঙ্গে বঙ্গবীর বলেন, ৭১ সালে যেভাবে নেমেছিলাম ইনশাআল্লাহ আমরা সেভাবেই নামব। এ সময় তিনি উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, আমরা জামাতের পক্ষে? জাতীয় পার্টি পক্ষে? বিএনপির পক্ষে? এ সময় উপস্থিত নেতাকর্মীরা সমস্বরে না সূচক উত্তর দেন। 
বঙ্গবীর প্রশ্ন করেন তাহলে আমরা কার পক্ষে? কর্মীরা বলেন, স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষে। 
বিএনপির ভাইস চেয়ারম্যান আযম খানের প্রতি ক্ষুব্ধ হয়ে তিনি আরও বলেন, আমি তারেক রহমানের ইলেকশন করতে যেতে পারি, কিন্তু আযম খানের না। আযম পাকিস্তানি হানাদারদের চাইতেও বেশি খারাপ। সে মুক্তিযোদ্ধাদের গালি দিয়েছে। 

বিশেষ কর্মীসভায় উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে দলটির গাজীপুর জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য পারভেজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল প্রমুখ বক্তব্য দেন। 




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ