ঢাকা | 12 September 2025

কোন ষড়যন্ত্রকারী কোন বাঁধাদানকারী নির্বাচনকে বাঁধা দিতে পারবে না ---এডভোকেট আহমেদ আযম খান

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 1, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728


বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ৫ আগস্টের ঐ ছাত্র জনতার বিজয়ে আমাদের নেতা তারেক রহমান পেছন থেকে মহানায়কের ভূমিকা পালন করেছেন।

তিনি আরো বলেন, আমরা আন্দোলন সংগ্রামে গড়ে ওঠা দল। আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর শপথ এদেশের ভোটের অধিকার, মানবাধিকার, তাদের সার্বিক অধিকার প্রতিষ্ঠার জন্য। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন শত বাঁধার মুখে, শত ষড়যন্ত্রের মুখে, উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন হবে ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্রকারী কোন বাঁধাদানকারী নির্বাচনকে বাঁধা দিতে পারবে না ইনশাআল্লাহ।

সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভা ও বর্ণাঢ্য রালির আয়োজন করা হয়।

আলোচনা সভায় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আজকে বিভিন্ন কায়দায় ষড়যন্ত্র চলছে। আজ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। পাশ্ববর্তী দেশে ফ্যাসিবাদের অফিস খুলে বসে আছে। তারা এই দেশে অস্থিতিশীল করে ফায়দা নিতে চায় নির্বাচনকে বানচাল করতে চায়। তাই আমাদের কে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে। যাতে করে খুনি শেখ হাসিনা ফ্যাসিবাদের দোসররা কোন ভাবেই ষড়যন্ত্র না করতে পারে। সে বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরো বলেন, এই দেশের সব চেয়ে আধুনিক ও গণতান্ত্রিক দল হলো বিএনপি। বিএনপি গণতন্ত্রকে লালন করে। এদেশের মানুষ গণতন্ত্রের বিপক্ষে যখনই কেউ গেছে তখনই তার পতন হয়েছে। তারা জনগন থেকে বিচ্ছিন্ন হয়েছে।

তিনি বলেন, আজকে অনেই বলে পিআর পদ্ধতি না হলে নাকি নির্বাচন হতে দিবে না। বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে আপনারা কিন্তু এ দেশে রাজনীতি করতে পারবেন না। একাত্তরেও ভুল করেছে, এখনও ভুলের রাজনীতিতে আছেন।

আলোচনা সভায় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় জেলা ও উপজেলার বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ