বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মধুপুর উপজেলা ও মধুপুর পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে টাঙ্গাইল জেলা কমিটি। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সংগঠনের জেলা শাখার আহবায়ক মো. ইউসুব আলী ও সদস্য সচিব মোহাম্মদ মাসুদুর রহমান যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেন। এই দুই সাংগঠনিক কমিটির নেতৃবৃন্দকে আগামী তিন মাসের মধ্যে ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জাসাস টাঙ্গাইল জেলা শাখা সূত্র জানা যায়, মো. নজরুল ইসলামকে আহবায়ক ও বাবুল হোসেনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট মধুপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. মোমেন, মো. হান্নান সরকার, মো. সুরুজ আলী, মো. শাহীন মিয়া, মো. কামরুল ইসলাম, মো. আবুবকর সিদ্দিক, মো. উজ্জল, মো. নাজিম উদ্দিন রানা, মো. লিটন সরকার, মো. মোফাজ্জল হোসেন, মো. আহাদ আলী, তোতা মিয়া ও অলক কুমারকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। এছাড়া মনির হোসেন, মাসুদ রানা, আব্দুস সালাম, তুলা মিয়া, আব্দুল লতিফ, রুহুল আমিন, হামিদুল হক, জুব্বার আলী, রফিকুল ইসলাম, মফিজুল ইসলাম, শের আলী, সবুজ মিয়া, শিশির, আব্দুর রশিদ, মিরাজুল ইসলাম ও আব্দুল জলিলকে কার্যকরি সদস্য করা হয়েছে।
এদিকে মো. আক্তার হোসেনকে আহবায়ক ও মো. শামীম মিয়াকে সদস্য সচিব করে মধুপুর পৌরশাখা কমিটি অনুমোদন দিয়েছে জেলা কমিটি। এই কমিটিতে মো. হানিফ, নয়ন মাহমুদ, সুমন মিয়া, নজরুল ইসলাম, নাজিম উদ্দিন (১), জাকের হোসেন, নাজিম উদ্দিন (২), মোতালেব হোসেন, ফজলুল হক, আব্দুল মালেক, রুহুল আমীন, মো. শাওন ও আল-আমীনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। এছাড়া মতিয়ার রহমান, জামাল উদ্দিন, জুলহাস উদ্দিন, এরশাদ আলী, হাবিজুর , নাজমুল হোসেন, আবু তাহের, মফিজ উদ্দিন, মারুফ, আজিজুল, আরমান, মো. তোতা মিয়া, মজিবর রহমান, আয়েত আলী, হবিবুর রহমান ও মো. তোফাজ্জল হোসেনকে কার্যকরী সদস্য করে ৩১ সদস্য বিশিষ্ট মধুপুর পৌরশাখা কমিটি অনুমোদন দিয়েছে জেলা কমিটি। 
জাসাস জেলা শাখার আহবায়ক মো. ইউসুব আলী ও সদস্য সচিব মোহাম্মদ মাসুদুর রহমান এই কমিটির নেতৃবৃন্দকেও আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করার জন্য নির্দেশ দিয়েছেন।