স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের ধনবাড়ীতে রচনা, কুইজ, উপস্থিত বক্তৃতা ও চিত্রাষ্কণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) ধনবাড়ী উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রতিযোগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন-ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান।
এসময় আরোও বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, সহকারী শিক্ষা অফিসার মাহমুদা খতুন, মীরুল হুদা, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান,স্কাউট ধনবাড়ী উপজেলা শাখা’র সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক দিলারা পারভীনসহ অন্যরা।
প্রতিযোগীতায় উপজেলার ১২ প্রাথমিক ও ১০ টি মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউটের শিক্ষার্থীরা অংশ নেয়।