ঢাকা | 03 November 2025

টাঙ্গাইলের হুগড়া হাবীব কাদের উচ্চ বিদ্যালয় কাবাডি চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 28, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

ক্রীড়াপ্রতিবেদক॥ প্রতিদ্বন্দিতাপূর্ন কাবাডিফাইনালেহুগড়ারহাবিবকাদের উচ্চ বিদ্যালয় ৩৬-৩০ পয়েন্টে বিন্দুবাসিনীসরকারীবালক উচ্চ বিদ্যালয়কেহারিয়েচ্যাম্পিয়নহয়েছে।
সোমবার(২৭ অক্টোবর) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামেতারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনউপলক্ষ্যে ক্রীড়াপরিদপ্তরেরবার্ষিক ক্রীড়াকর্মসূচি ২০২৫-২৬ আর্থিক সালেরআওতায় জেলাঅফিসএরব্যবস্থাপনায়অনুর্দ্ধ-১৬ বালকদের  কাবাডিপ্রতিযোগিতাঅনুষ্ঠিতহয়।
উপজেলার ৪টি বিদ্যালয়েরঅংশগ্রহণেপ্রতিযোগিতারবাকী দুটি দল হলোবিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজ ও শিবনাথ উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতার ১ম সেমিফাইনালে বিন্দুবাসিনীসরকারীবালক উচ্চ বিদ্যালয় ৪৪- ৭ পয়েন্টে এবংদ্বিতীয় সেমিফাইনালেহুগড়াহাবিবকাদের উচ্চ বিদ্যালয় ৪২- ১১ পয়েন্টে শিবনাথ উচ্চ বিদ্যালয়কেহারিয়েফাইনালে উঠে। 
খেলাশেষেপুরস্কার বিতরনকরেনপ্রধানঅতিথি অতিরিক্ত জেলাপ্রশাসক(সার্বিক) সঞ্জয়কুমারমহন্ত। বিশেষঅতিথি হিসেবেউপস্থিত ছিলেন জেলাত্রাণ ও পূর্নবাসনকর্মকর্তা মোঃ আকতারুজ্জামান, দৈনিকএকুশেরবাণীপত্রিকার জেলাপ্রতিনিধি, দৈনিকমজলুমের কন্ঠ পত্রিকার ক্রীড়াসম্পাদক মোজাম্মেল হক ও অংশগ্রহনকারী ৪টি বিদ্যালয়ের ক্রীড়াশিক্ষকবৃন্দ। 
জেলা ক্রীড়াকর্মকর্তা মোঃরফিকুলইসলামকাবাডিপ্রতিযোগিতারসার্বিক দায়িত্বপালনকরেনএবংকামরুলইসলামরনি, কাবাডিআম্পায়ার ও কোচ গোলাম মোস্তফা, বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজর গোলাম মোস্তফা খোকনসহযোগিতাকরেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ