ঢাকা | 15 January 2026

ধনবাড়ীতে সরকারি অনুমোদন ছাড়া তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধ, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 7, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের ( পুরাতন থানা সংলগ্ন ) নিজবনী এলাকায় লালু ফকিরের বাসার ভেতর গোপনীয় ভাবে সুইট বেকারি নামে একটি বেকারি পণ্যের কারখানা গড়ে উঠেছে । যা কিনা ধনবাড়ী পৌরসভার কর্তৃপক্ষ এবং আইন প্রয়োগকারী সংস্থার অজানা । গোপন সংবাদের ভিত্তিতে সংবাদকর্মীরা এ বিষয়টি জানতে পেরে উক্ত বেকারিতে গিয়ে দেখতে পায়  নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করা হচ্ছে। খাদ্য উৎপাদন ও সংরক্ষণেও রয়েছে চরম অব্যস্থাপনা। এছাড়াও পণ্য রাখার ঘর যেমন অপরিষ্কার। পোকামাকড়েও ভরপুর। প্রতিষ্ঠানের নেই বিএসটিআইয়ের লাইসেন্স।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক সুইট বেকারির কর্মরত কর্মচারী   বলেন দুই থেকে আড়াই মাস পূর্বেই বেকারির কারখানা তারা শুরু করে । তাদের কাছে জানতে চাইলে তারা কোন সরকারি অনুমোদনের কাগজপত্র করেনি বলে তারা জানায় । 

এ বিষয়ে পাশের বাড়ির বাসিন্দা মোঃ বাদল হোসেন বলেন এ ধরনের নোংরা পরিবেশ খাদ্য তৈরি করা মোটেও ঠিক নয় এগুলো খেলে স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে । বেকারির পাশের দোকানদার মোঃ রফিকুল ইসলাম বলেন যদি নোংরা পরিবেশ হয়ে থাকে তাহলে কাজটি তারা ঠিক করেনি এটি আইনগত অপরাধ । এ ব্যাপারে ধনবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আলী আল শাফি  ইমু বলেন এগুলো সরকারের দায়িত্বরতা যারা আছেন তাদের তদারকি করা উচিত, শুধু শিশু খাদ্য নয় বড়দের খাদ্যের বেলায়ও স্বাস্থ্যকর পরিবেশে করা উচিত, অস্বাস্থ্যকর পরিবেশে করলে তাদের বিরুদ্ধে আইনানগ ব্যবস্থা গ্রহণ করা দরকার ।




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ