সাকিব আল হাসান
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার হলে ১৯ জুলাই, ২০২৫ তারিখে বিভাগের এ্যালামনাইদের উদ্যোগে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘Inaugural Gathering of BGE Alumni, 2025’ শীর্ষক এক মিলনমেলার আয়োজন করা হয়।
মিলনমেলার আনুষ্ঠানিক উদ্বোধন পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন। অ্যালামনাইদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মইনুল হোসেন।
দিনব্যাপী আয়োজনে ছিল মতবিনিময় সভা, এলামনাইদের অভিজ্ঞতা শেয়ার, ক্যারিয়ার গাইডলাইন, ইন্টারেক্টিভ সেশন ও এলামনাই কনভেনর কমিটি গঠন। এছাড়া বিভাগের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
এই আয়োজনের মাধ্যমে সাবেক শিক্ষার্থীরা আবারও প্রিয় ক্যাম্পাসে একত্রিত হয়ে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং শিক্ষাজীবনের অভিজ্ঞতা বর্ণনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত অ্যালামনাইবৃন্দ স্মৃতিচারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। অ্যালামনাইবৃন্দ বলেন, আজকের অনুষ্ঠান কেবলমাত্র একটি পুনর্মিলনী নয়, বরং শিক্ষা প্রতিষ্ঠান ও এর প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একটি স্থায়ী যোগাযোগ গড়ে তোলার মঞ্চ হিসেবে কাজ করার কথা বলেন।
বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নঈম উদ্দিন বলেন, আজকের এই দিনটি আমাদের পুরোনো বন্ধনগুলোকে নতুন করে জোড়ার, স্মৃতিগুলোকে স্মরণ করার এবং বিভাগের উন্নয়নে একসাথে কাজ করার একটি চমৎকার সুযোগ। আমরা আমাদের শিক্ষকগণের প্রতি কৃতজ্ঞ, যাঁদের অবদান ছাড়া আজকের এই মুহূর্ত সম্ভব হতো না। আর যাঁরা এই আয়োজন সফল করতে পরিশ্রম করেছেন, তাঁদের প্রতিও আন্তরিক ধন্যবাদ।
দেশ-বিদেশে অবস্থানরত সাবেক শিক্ষার্থীরাও অনলাইন সংযোগের মাধ্যমে অংশ নেন এই মিলনমেলায়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি বায়োটেক পরিবারের মধ্যে একটি শক্তিশালী সংযোগের ভিত্তি স্থাপন করবে বলে উপস্থিত অ্যালামনাইবৃন্দ আশা প্রকাশ করেন।