টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক বলেছেন, দেশ গঠনে নারী-পুরুষ প্রতিটি নাগরিককে ভূমিকা রাখতে হবে। উন্নত সমৃদ্ধ জাতি গঠনে সম্মিলিত প্রচেষ্টার কোন বিকল্প নেই। 
বৃহস্পতিবার মির্জাপুর উপজেলায় দুঃস্থ নারীদের স্বাবলম্বী করে গড়তে সেলাই মেশিন ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, হুইল চেয়ার, শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং শুকনো খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন। এরআগে জেলা প্রশাসক শরীফা হক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন এবং উপজেলার সকল সরকারি দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেন। এসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ই্উ্এনও) এ.বি.এম আরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, জেলা প্রশাসক কার্যালয়ের স্টাফ অফিসার এম এ মুকিত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফরিদুল ইসলাম, শিক্ষা অফিসার জুলফিকার হায়দার খান, বাঁশতৈল পুলিশ ফাঁড়ি ইনচার্জ মিজানুর রহমান, মির্জাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন, পুষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুননিছা প্রমুখ। 
জেলা প্রশাসক শরীফা হক উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এসময় তিনি প্রকল্পের গুণগতমান শতভাগ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। সকালে তিনি মির্জাপুর উপজেলা প্রশাসন চত্বরে পৌছালে কর্মকর্তারা তাকে ফুলের শুভেচ্চা জানান। বিভিন্ন সভায় জেলা প্রশাসক শিক্ষার মানোন্নয়ন, বাল্যবিবাহ রোধ, আত্মহত্যা প্রবণতা ও মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি উপজেলা প্রশাসন স্কুল পরিদর্শন করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করেন ।