টাঙ্গাইলের সখীপুরে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চুরি করে পালানোর সময় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের পা-ধুয়া চালা এলাকায় এ ঘটনা ঘটে৷ নিহত ওই যুবকের নাম মো. জাহিরুল ইসলাম (৩১)। তিনি টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার রামদেব বাড়ির আব্দুর রশিদ মিয়ার ছেলে। পকেটে থাকা এনআইডি কার্ড (জাতীয় পরিচয়পত্র) থেকে তাঁর এ পরিচয় পাওয়া গেছে। পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার কাকড়াজান ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিয়মিত চুরির ঘটনা ঘটছে। এতে স্থানীয়রা বেশ ক্ষিপ্ত ছিল। এরই মধ্যে শুক্রবার সকালে উপজেলার শ্রীপুর রাজনীতির মোড় গ্রামের বাবুল মিয়ার ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে পালানোর চেষ্টা করে জহিরুল নামের ওই যুবক। অটোরিকশা নিয়ে পা-ধুয়া চালা গ্রামে গেলে উত্তেজিত জনতা ধাওয়া করে জহিরুলকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, গণপিটুনিতে নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।