ছবির ক্যাপশন:  
                            
                            জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে বেশকিছু অসঙ্গতির অভিযোগ তুলে ধরেছে ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল। বৃহস্পতিবার এই প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আরিফুল্লাহ আদিব বলেন, ‘নির্বাচনে ইতিমধ্যে আমরা বেশকিছু অসঙ্গতি দেখতে পাচ্ছি। একটি নির্বাচনের জন্য প্রশাসনের যতটুকু প্রস্তুতি থাকা দরকার তার একটিও গ্রহণ করে নাই। কেন্দ্রে পোলিং এজেন্ট থাকার বিষয়ে রাতে মিটিং করেছে। সকালে আমরা কেন্দ্রে পোলিং এজেন্ট পাঠালে দায়িত্বরতরা বলেছেন, এ বিষয়ে তারা জানেন না। এগুলো আগেই সমাধান করা দরকার ছিল।’
ছাত্রদলের বিষয়ে তিনি বলেন, ‘ক্যাম্পাসে ছাত্রদলের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসন বলেছিল সকাল ৬টা থেকে ক্যাম্পাসে সাবেকরা অবস্থান করতে পারবেন না। কিন্তু বিভিন্ন স্থানে ও হলে ছাত্রদলের সাবেক অনেককে দেখা যাচ্ছে। তারা সাবেক শিক্ষার্থী, বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ম্যানোপুলেট করছে। আমরা নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করেছি কিন্তু কোনো অ্যাকশন নেয়নি। ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান রবীন্দ্রনাথ হলে অবস্থান করছেন। যেখানে সাবেক শিক্ষার্থীদের ক্যাম্পাসে থাকার কথা না। প্রতিটা কেন্দ্রে সাংবাদিকদের হলে ঢোকার অনুমতি দেওয়ার কথা থাকলেও নারীদের হলে সাংবাদিকদের ঢুকতে দিচ্ছে না।