ঢাকা | 03 November 2025

সখীপুরে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 28, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের সখীপুরে মায়ের অভিযোগে কবির হোসেন রাশেদ (২৭) নামের মাদকাসক্ত এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছেলের অত্যাচার সইতে না পেরে মা কোকিলা বেগম উপজেলা প্রশাসনের কাছে ছেলে রাশেদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন। আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত ওই যুবক পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে প্রায়ই বাড়িতে অশান্তি সৃষ্টি করতেন এবং তাঁর মাকে মাঝে মধ্যেই মারধর করতেন। ছেলের এসব নির্যাতন সহ্য করতে না পেরে সম্প্রতি মা কোকিলা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। 
আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালতের একটি দল কোকিলা বেগমের বাড়িতে গিয়ে রাশেদকে সামান্য গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ হাতেনাতে আটক করে। পরে ওই বাড়িতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাশেদকে হাজির করা হলে তিনি নিজের দোষ স্বীকার করেন। এ সময় আদালত তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। 
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, সাজাপ্রাপ্ত কবির হোসেন রাশেদকে বিকেলেই টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ