ঢাকা | 15 January 2026

নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করায় জামায়াত নেতাকে জরিমানা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 22, 2025 ইং
ছবির ক্যাপশন: ভ্রাম্যমাণ আদালত রবিউল আলমকে ১০ হাজার টাকা জরিমানা করে ছবির ক্যাপশন: ভ্রাম্যমাণ আদালত রবিউল আলমকে ১০ হাজার টাকা জরিমানা করে
ad728

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রকাশ্যে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি  রবিউল আলমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

জানা গেছে, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মো. হুমায়ুন কবির, উপজেলা শাখার জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি রবিউল আলমের ছবি সংবলিত একটি নির্বাচনি ফেস্টুন ঘাটান্দি এলাকার একটি বৈদ্যুতিক খুঁটিতে সাঁটিয়ে রাখা হয়। জনসম্মুখে এভাবে গাছ ও সরকারি-বেসরকারি স্থাপনায় পোস্টার ও ফেস্টুন টাঙানো নির্বাচন কমিশনের আচরণবিধির সরাসরি লঙ্ঘন।

ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত প্রমাণ পেয়ে তাৎক্ষণিকভাবে ফেস্টুন অপসারণ করে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জরিমানা আদায় করেন। পাশাপাশি নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব হোসেন জানান, নির্ধারিত সময়ের মধ্যে ব্যানার ও ফেস্টুন অপসারণ না করায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়। আমাদের এ অভিজান অব্যাহত থাকবে।
এ বিষয়ে জামায়াত নেতা রবিউল আলম বলেন, আমরা সব ব্যানার-ফেস্টুন অপসারণ করেছি। কিন্তু ভুলক্রমে ও আমাদের অজান্তেই একটি ফেস্টুন অপসারণ করা হয়নি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ