টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকে ধাক্কায় প্রাইভটকারে থাকা মা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার বিকেল পাঁচটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
নিহতরা হলেন ফেনী জেলার জিসান কবির টিপুর স্ত্রী সাদিয়া কবির (২৩) এবং তার শিশুপুত্র দশ মাস বয়সী তাজরিয়া কবির। তারা টাঙ্গাইলে একটি বিযের অনুষ্ঠান থেকে ঢাকায় ফিরছিলেন।
গোড়াই হাইওয়ে পুলিশ সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে মহাসড়কের ওই স্থানে ঢাকাগামী একটি প্রাইভেটকারকে পেছন থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৩৭৩৩) ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা মা ও শিশুপুত্র ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনায় আহত হয় প্রাইভেটকারের চালক। তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর মহাসড়কের ওই স্থানের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গোড়াই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও ট্রাক সরিয়ে নিলে আধা ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ট্রাকটি আটক করেছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি সোহেল সারওয়ার জানান, ট্রাকটি আটক করা হয়েছে। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।