বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টাঙ্গাইল জেলা ইউনিটের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সাধারণ সভা গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। অ্যাডভোকেট বার সমিতির হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট এস এম ফাইজুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইনজীবী ফোরাম জেলা ইউনিটের প্রধান উপদেষ্টা কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। অন্যদের মধ্যে বক্তৃতা করেন টাঙ্গাইল জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট ওমরাও খান দিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আলী ইমাম তপন প্রমুখ। সভা পরিচালনা করেন আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম মনসুর আহামেদ খান বিপন। টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি জহুর আজহার খান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রতনসহ সিনিয়র আইনজীবীগণ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় আব্দুস সালাম পিন্টু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অত্যন্ত জটিল। এই নির্বাচনে ঐক্যবদ্ধ না থাকতে পারলে আমাদের কঠিন মূল্য দিতে হবে। তাই সকল ভুল বুঝাবুঝি ভূলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আর এই ঐক্য ধরে রাখতে আইনজীবীদের মূখ্য ভূমিকা পালন করতে হবে।