ময়মনসিংহের গৌরীপুরের মুরগী ব্যবসায়ী আব্দুর রাশিদ ফকির (৫৫) হাঁস-মুরগী বিক্রি করতে গিয়ে ঢাকায় নিখোঁজ! ৪দিনেও বাড়ি ফিরেনি! তিনি উপজেলার বোকাইনগর ইউনিয়নের কাশিমপুর গ্রামের মৃত ছমর আলী ফকিরের পুত্র। ‘নিখোঁজ বাবার ছবি’ নিয়ে ঢাকার অলিগলিতে খোঁজে ফিরছেন তার পুত্র মো. শাহিন ফকির।
নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন তার কন্যা জান্নাতুল শাপলা ইমা। তিনি জানান, তার বাবা প্রতি সপ্তাহেই হাঁস-মুরগী নিয়ে ঢাকা শহরে বিক্রি করেন। গত শুক্রবার (১৭ অক্টোবর/২৫) রাতে মন্ডল পরিবহন যোগে ঢাকায় গিয়ে পৌঁছেন। সেখানে পৌঁছার পর ভোর সাড়ে ৬টায় মেয়ের সাথে শেষ কথা হয়। সে সময় তিনি ঢাকার উত্তরা এলাকায় ছিলেন। এরপর থেকে তার বাবার মোবাইল নাম্বার ০১৮৮৫-৪১৯৮৭৯ বন্ধ পাচ্ছেন। 
এ দিকে বাবার ফোন বন্ধ ও বাড়িতে ফিরে না আসায় পিতার খোঁজে ঢাকায় গিয়েছে তার পুত্র মো. শাহিন ফকির। নিজের বাবা ছবি নিয়ে ঢাকা শহরের বিভিন্ন অলিগলিতে খোঁজে ফিরছে। ইতোমধ্যে সাদা-কালো রঙের একটি পোস্টার দিয়েও বাবার সন্ধান চাচ্ছেন। শাহিন আরও জানায়, তিনি ঢাকার কয়েকটি থানায় গিয়েছেন, এ থানা বলে, ওই থানায় যান, ওই থানায় গেলে বলে পশ্চিম থানায় যান। দু’দিন ঘুরেও কোনো থানায় বাবার নিখোঁজের সাধারণ ডায়রীও করতে পারে নাই। তার সন্ধান পেলে ০১৮৯২-১৭৭৬৪৯ নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। নিখোজের সময় তার পরনে ছিলো পাঞ্জাবী-লুঙ্গি, উচ্চতা আনুমানিক ৫ফুট ৪ইঞ্চি, গায়ের রঙ শ্যামলা কালো। তিনি ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় কথা বলেন।