ঢাকা | 03 November 2025

জাতীয় পর্যায়ে স্বর্ণপদক বিজয়ী গৌরীপুরের দুই ক্ষুদে স্বজনকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 30, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সোমবার (২৯ সেপ্টেম্বর/২৫) জাতীয় প্রাথমিক শিক্ষায় তাহমিন ইসলাম আদিব উপস্থিত বক্তৃতায় ও রামিসা জান্নাত তুলি কাবিংয়ে স্বর্ণপদক বিজয়ী হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
তিনি বলেন, শিক্ষার্থী মেধা, মনন বিকাশের এ ধরণের আয়োজন তাদেরকে উদ্বুদ্ধ করে। তাদের দেখে অন্যরা উদ্বুদ্ধ হয়, ওদের প্রেরণা জোগায়। ওরা দু’জন জাতীয় পর্যায়ে গৌরীপুর পৌঁছে দিয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন স্বজনের সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ। অনুভূতি ব্যক্ত করেন ক্ষুদে গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিন ইসলাম আদিব ও রামিসা জান্নাত তুলি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস্ সম্পাদক ও ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইফুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মীর্জা মোহাম্মদ, রূপালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপক আমিনুল ইসলাম রতন, রম্যলেখক সত্যজিৎ বিশ্বাস রানা, বৈশাখী টেলিভিশনের বার্তা সম্পাদক বিশ্বজিৎ দত্ত ভৌমিক, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আনসারুজ্জামান, বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের উপ-কমিশনার বিদ্যুৎ কুমার নন্দী, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী সমিতির সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, উপজেলা স্কাউটস্রে যুগ্ম সম্পাদক নয়ন কুমার দাস, উপজেলা কাব লিডার মো. রাজিব আহমেদ, গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান লাকি, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি মো. আশিকুর রহমান রাজিব, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা হারুন মিয়া, এসটিবাংলা টিভির প্রতিনিধি আব্দুর রউফ দুদু, প্রতিদিনের বাংলাদেশের গৌরীপুর প্রতিনিধি মো. শামীম আনোয়ার, উপজেলা স্বজনের যুগ্ম সম্পাদক লুৎফা রূপা, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, সহসাংস্কৃতিক সম্পাদক চায়না রানী সরকার, স্বজন মাহমুদা আক্তার রিপা প্রমুখ


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ