ঢাকা | 15 January 2026

মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 30, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার চিহ্নিত সমস্যাগুলোর সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
 
এছাড়া শহরের নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ৩০টি সিসি ক্যামেরা স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করার ঘোষণা দেন তিনি।সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মাদক, জুয়া, বাল্যবিবাহ এবং আবাদি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের সিদ্ধান্ত গৃহীত হয়।উক্ত সভায় সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম ভূঁইয়া, প্রোগ্রম অফিসার আবরার হোসেন শিমুলসহ বিভিন্ন দপ্তর প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরা অনেকেই উপস্থিত ছিলেন।
 
সভায় বক্তারা মধুপুরকে একটি আদর্শ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য মাদক নির্মূল, যানজট দূরিকরণ, বাল্য বিবাহ নিয়ন্ত্রণ, অবৈধভাবে মাটি কাটা বন্ধ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন শহরের যানজট নিরসনের জন্য ফুটপাত দখলমুক্ত করণ, মাদক নির্মূল ও বাল্যবিবাহ রোধে সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানান।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ