ঢাকা | 12 September 2025

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি মামলায় ৪ সদস্য গ্রেফতার

Deleted, Deleted
নিউজ প্রকাশের তারিখ :Jul 28, 2025 ইং
ছবির ক্যাপশন: ডাকাতদলের ৪ সদস্য। ছবির ক্যাপশন: ডাকাতদলের ৪ সদস্য।
ad728

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল: 

টাঙ্গাইলের ভূঞাপুরে ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) বিকালে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বাসুদেবকোল গ্রামের আব্দুস সামাদের ছেলে ইসমাইল হোসেন ওরফে নানু (৩৩),
হাবিবুর রহমানের ছেলে আতিক হোসেন (২৫), ইমান আলী (৩০), খাস বড়য়া গ্রামের মোখলেছের ছেলে আরিফুল ইসলাম (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি রাতে উপজেলার বাগবাড়ী গ্রামের সাবেক ইউপি সদস্য দুলালের বাড়িতে ডাকাতি দর ঘটনা ঘটে। তারা ওই দিনে রাত পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে নগদ ১ লাখ টাকা, ১ ভরি স্বর্ণের চেইন, ৮ ভরি রুপা ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরদিন ১৯ জানুয়ারি ভূক্তভোগী দুলাল একটি ডাকাতি মামলা দায়ের করেন।

এই মামলার পর তদন্তে নামে পুলিশ। পরে গত শনিবার ভূঞাপুর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তথ্য প্রযুক্তির ভিত্তিতে প্রথমে ঢাকার টঙ্গী পশ্চিম থানার একটি ভাড়া বাসা থেকে ইসমাইল হোসেন ওরফে নানু গ্রেফতার করে।

এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী, আতিক হোসেন গ্রেফতার করা হয়। এ সময় আতিকের ঘরের মেঝেতে গর্ত খুঁড়ে উদ্ধার করা হয় ডাকাতির লুণ্ঠিত ৮ ভরি রুপা ও নগদ ৫ হাজার টাকা। একই রাতে অভিযান চালিয়ে আরও ইমান আলী আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, ডাকাতির মামলায় আসামি ডাকাত চক্রের ৪ সদস্যদের গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়। পরে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ডাকাতির ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতার করা চেষ্টা চলছে। 




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ